বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তবে ভৌগোলিক অবস্থানের কারণে এটি প্রায়ই প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা ও ভূমিধস—এসব দুর্যোগ আমাদের দেশের মানুষের জীবনে নিত্যসঙ্গী। এসব দুর্যোগে প্রায়ই হাজার হাজার মানুষ গৃহহীন, খাদ্যহীন ও অসহায় হয়ে পড়ে। এই সময় সমাজের সব স্তরের মানুষের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি এক মহান কর্তব্য। একটুখানি সহানুভূতি, একবেলা খাবার কিংবা একটি আশ্রয়—এসবই কারো জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সেবা, ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়া মানবিক দায়িত্বের অংশ। এই দায়ীত্বানুভূতি থেকে আত- তাকওয়া আশরাফী ফাউন্ডেশন প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়
+880 1827-543104
atim.official24@gmail.com
অফিস : আল ফারজানা টাওয়ার, ৭১ পশ্চিম মোহাম্মদ বাগ, কদমতলী, ঢাকা-১৩৬২