যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। ঈমান ও সালাতের পরেই যাকাতের স্থান। মহান আল্লাহ পৃথিবীর মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির জন্য যাকাত ফরয করেছেন। পবিত্র কুরআনে ৩২ জায়গায় যাকাত আদায় করার ব্যাপারে আলোচনা এসেছে। যাকাত না দিলে সম্পদ শুধু ধনীদের কাছে জমা হয়। ফলে সমাজে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয় এবং ধনীরা ও সূদখোররা জোঁকের মত সমাজের রক্ত শোষণ করে নিজে বড় হয়, আর সমাজকে রক্তহীন করে দেয়।
তাই পবিত্র কুরআনে বলা হয়েছে,
আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পাক-পবিত্র করবেন। (সুরা তাওবা, ১০৩)
+880 1827-543104
atim.official24@gmail.com
অফিস : আল ফারজানা টাওয়ার, ৭১ পশ্চিম মোহাম্মদ বাগ, কদমতলী, ঢাকা-১৩৬২