পানি মানব জীবনের অন্যতম মৌলিক চাহিদা। জীবনের প্রতিটি ক্ষেত্রে—খাদ্য প্রস্তুতিতে, কৃষিকাজে, শিল্পে, এমনকি দৈনন্দিন কাজেও পানির প্রয়োজন অপরিসীম। বিশুদ্ধ পানি ছাড়া স্বাস্থ্যকর জীবন যাপন কল্পনাই করা যায় না। কিন্তু আজ বিশ্বব্যাপী যেমন বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, তেমনি আমাদের দেশ বাংলাদেশেও এ সমস্যা দিন দিন তীব্র হয়ে উঠছে। একসময় নদী, খাল, পুকুর ও ভূগর্ভস্থ জলের মাধ্যমে প্রচুর পানি পাওয়া যেত। কিন্তু আজ নগরায়ন, শিল্পবর্জ্য, কীটনাশকের ব্যবহার এবং অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির মান ও প্রাপ্যতা দুই-ই হুমকির মুখে।
গ্রামীণ এলাকায় অনেক মানুষ এখনো টিউবওয়েলের অভাবে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছে না। বিশুদ্ধ পানির চাহিদা সরবরাহের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। ঢাকার মতো বড় শহরে প্রতিদিনই পানি সংকট দেখা যায়। পানির এই সংকট কেবল শারীরিক অসুস্থতার কারণ নয়, বরং এটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যারও জন্ম দিচ্ছে।
এই সংকট নিরসনে আমরা নলকূপ ও পানি শোধনাগার স্থাপন করে থাকি।
+880 1827-543104
atim.official24@gmail.com
অফিস : আল ফারজানা টাওয়ার, ৭১ পশ্চিম মোহাম্মদ বাগ, কদমতলী, ঢাকা-১৩৬২